background image

শিক্ষা সম্মাননা ও চারা বিতরণ

07-09-2023
photo
০৭/০৯/২০২৩ ইং তারিখে পায়রা ইয়ুথ সোসাইটি র পক্ষ থেকে নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়ের এ এবং এ+ প্রাপ্ত এস এস সি ২০২৩ সালে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সেক্রেটারী লায়ন মোঃ মহসিন আলী, ঘোপাল তদন্ত কেন্দ্রের এসআই জনাব গাজী মোহাম্মদ সোহেল রানা, সাংবাদিক জাকের হায়দার সুমন। জনাব খায়ের উদ্দিন আলমগীর, প্রধান শিক্ষক, নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়। জনাব এমদাদুল হক চৌধুরী নিপুন, লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, চেয়ারম্যান- পায়রা ইয়ুথ সোসাইটি. জনাব আবু সাইদ মোঃ সায়েম, নির্বাহী পরিচালক, পায়রা ইয়ুথ সোসাইটি. জনাব জিয়াউল হক মিলন, পরিচালক অর্থ, পায়রা ইয়ুথ সোসাইটি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলি। #GreenBangladesh #TreePlantation #treeplant #treeplanting2023 #treeplanting