শতাধিক প্রতিবন্ধী, দরিদ্র ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে পায়রার ঈদ উপহার বিতরণ।
31-03-2024বৃহস্পতিবার ( ২৮ মার্চ, ২০২৪) ছাগলনাইয়া পৌরসভার ইম্পেরিয়াল স্কুল অডিটোরিয়ামে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ী, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।
পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল ভূঁইয়ার সভাপতিত্বে ও ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়া উদ্দিন ভাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি শেখ কামাল, এখন টিভি ফেনী জেলা প্রতিনিধি সোলেমান হাজারি ডালিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাইদ মোঃ সায়েম, অর্থ সম্পাদক জিয়াউল হক মিলন।
সংগঠনের সভাপতি বলেন, আমরা সারা জেলায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি। সে ধারাবাহিকতায় জেলায় অসহায় মানুষদের জন্য এই ঈদ উপহার বিতরণ করছি।এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।