background image

যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক গ্রহন

26-06-2024
photo
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক মনোনীত যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী জেলার নিবন্ধিত সংগঠন সমূহের যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসি মোছাম্মৎ শাহীনা আক্তার থেকে পায়রা ইয়ুথ সোসাইটি - Payra Youth Society পক্ষে গ্রহন করলাম। এ সময়ে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী জেলার উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী মহোদয়, সহকারী পরিচালক আহাম্মদ কবির মজুমদার, সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল ভূঁইয়া ও পরিচালক, অর্থ জিয়াউল হক মিলন। সনদ নংঃ যুউঅ/ফেনী-৭০