background image

ফেনীতে পায়রার মাসব্যাপি গাছের চারা বিতরণ শুরু

06-07-2024
photo
ডেস্ক রিপোর্ট : ফেনীতে পায়রা ইয়ুথ সোসাইটি উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো কিছু এলাকায় মোট ৩৬০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু , পায়রার উপদেষ্টা,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন মিল্টন এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ । স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনসহ সকল শিক্ষকমন্ডলি। আরো উপস্থিত ছিলেন, পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ।