background image

ফেনীতে অসহায়দের মাঝে পায়রার হুইলচেয়ার বিতরণ

photo
ফেনীর মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে দরিদ্র অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ফেনী জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদ উল্লাহ, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোর্শেদ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সহায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল তালুকদার, পায়রার নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম, পায়রার পরিচালক অর্থ জিয়াউল হক মিলন প্রমুখ। হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, মানবিক এ সংগঠনটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত রয়েছে।