06-07-2024পায়রা ইয়ুথ সোসাইটি - Payra Youth Society এর অন্যতম লক্ষ্য হচ্ছে - তৃণমূল পর্যায়ের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের এবং জলবায়ু নিয়ন্ত্রণে গাছের চারা রোপন ও বিতরণের মাধ্যমে সার্বিক সামাজিক ও গ্রাম উন্নয়নে অবদান রাখা।
সেই লক্ষ্যে আমাদের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো হল -
+ প্রতিবন্ধী সহায়তা
+ জলবায়ু নিয়ন্ত্রণ
+ দুর্যোগ ত্রাণ ও পুনরুদ্ধার
+ কর্মদক্ষতা মুখী ট্রেনিং
+ স্বাস্থ্য ও পুষ্টি
আর্থ-সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর নিম্নমুখী জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রচেস্টা থাকবে প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, মানসম্মত জীবন যাপন নিশ্চিত করতে কাজ করে যাওয়া।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট প্রাকৃতিক ও আর্থিক দুর্যোগের সাথে মোকাবেলা করে মানবিক অধিকার অক্ষুন্ন রেখে সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে আরও সুন্দর ও নিরাপদ করে তোলা।
#payrayouthsociety #TreePlantation #TreePlantingChallenge #donation #sustanability #socialdevelopment