background image

তৃতীয় লিঙ্গ পরিবারের মাঝে ২১টি কম্বল ও ৩টি শাড়ি পায়রা অফিসে বিতরণ করা হয়

03-01-2024
photo
পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ছাগলনাইয়া তৃতীয় লিঙ্গ পরিবারের মাঝে আজ ০৩/০১/২০২৪ইং ২১টি কম্বল ও ৩টি শাড়ি পায়রা নিজস্ব অফিসে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পায়রা ইয়ুথ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল ভূঁইয়া।