আবুল কালাম আজাদ পেল একটি হুইল চেয়ার....
পায়রা ইয়ুথ সোসাইটি - Payra Youth Society
ছাগলনাইয়া উপজেলার আবুল কালাম আজাদ এক সড়ক দুর্ঘটনায় ৩বছর আগে পঙ্গুত্ব বরণ করেন, তার পা ভেঙে গিয়ে বাকা হয়ে যায়। সেই থেকে আর চলাফেরা করতে পারে না, অভাবের সংসার তার মাঝে এই দূর্ঘটনায় একে ভারে নিঃস্ব হয়ে পড়ে। আয়ের কোন উৎস নেই, অভাবের সংসারে একটি হুইল চেয়ার ক্রয়ের ক্ষমতা ছিল না।
পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে আজ ০১/১২/২০২৩ তারিখ বিকালে তাকে একটি নতুন হুইলচেয়ার প্রদান করা হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানীত দাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটর জনাব সাব্বির আহম্মেদ, ছাগলনাইয়া ব্লাড ডেনেট ক্লাবের সভাপতি জনাব জিয়াউর বাবলু।
আরো উপস্থিত ছিলেন পায়রা ইয়ুথ সোসাইটির সম্মানীত চেয়ানম্যান জনাব ফয়সল ভূঁইয়া, সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ সায়েম, পরিচালক অর্থ জনাব জিয়াউল হক মিলন, পরিচালক ট্রেনিং ও কর্মসংস্থান জনাব রাকিবুল হাসান রিকু, পরিচালক দপ্তর কাজী আশরাফ নিপুন, ব্যবসায়ি রিয়াজ সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।
আজ শুক্রবার বিকাল ৪টায় দিকে পায়রা ইয়ুথ সোসাইটি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।